• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শিক্ষা

কালিয়াকৈর খান উচ্চ বিদ‍্যালয়ের

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন জুবায়ের হোসেন

  • ''
  • প্রকাশিত ০৬ মে ২০২৪

সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালিয়াকৈর খান উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জুবায়ের হোসেন খান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪: সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা মাধ্যমিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পদক কমিটির সভাপতিউপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করেন।

জানা গেছে, কালিয়াকৈর খান উচ্চ বিদ‍্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১০ সালে নিম্ন মাধ্যমিক এবং ২০১৯ সালে মাধ্যমিক বিদ‍্যালয় হিসেবে এমপিওভুক্ত হয় । এ বিদ্যালয়ের পাঠ পরিক্রমা সমাপ্তি শেষে আজঅবধি পর্যন্ত ১২ জন শিক্ষার্থী বিভিন্ন নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ‍্যয়নরত আছেন। বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । গত৷ ২০১৮ সালেরব১ মার্চ কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান ও দায়িত্ব প্রহন করেন মোহাম্মদ জুবায়ের হোসেন খান। দায়িত্ব গ্রহণের পর হতে তার নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ পাবলিক পরীক্ষার ফলাফলও সাফল্যের শীর্ষে নিয়ে যান তিনি ।

শিক্ষাগতযোগ‍্যতা,অভিজ্ঞতা,অবকাঠামো,শোভাবর্ধন,কৃতিত্ব,ফলাফল,উন্নয়ন পরিকল্পনা,বাজেট,প্রকাশনা,আর্থিক শৃঙ্খলা,কারিকুলাম বাস্তবায়ন,পরিষ্কার পরিচ্ছন্নতা,আইসিটি দক্ষতাবিভিন্ন বিষয়ের উপর যাচাই বাচাই ও বিবেচনার মাধ্যমেই মোহাম্মদ জুবায়ের হোসেনকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন উপজেলা মাধ্যমিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পদক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু।

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি প্রকাশ করে প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের হোসেন খান বলেন, আমার এ প্রাপ্তি বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এটি। সকলেই শিক্ষাবান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তারা ভূমিকা রাখছেন। তাই, আমি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads